ব্রাহ্মণ কে — যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত , অহিংস , সৎ , নিষ্ঠাবান , সুশৃঙ্খল , বেদ প্রচারকারী , বেদ জ্ঞানী সেই ব্রাক্ষ্মণ। ( ঋগ্বেদ , ৭ / ১০৩ / ৮ )“ ব্রাক্ষ্মনরা নিজ স্বার্থত্যগ করে কাজ করবে , বেদ পড়বে এবং তা অপরকে শেখাবে ” ( মনুসংহিতা , ১ / ৮৮ ) ১ ) মন নিগ্রহ করা , ২ ) ইন্দ্রিয়কে বশে রাখা , ৩ ) ধর্মপালনের জন্য কষ্ট স্বীকার করা , ৪ ) বাহ্যান্তর শুচি রাখা , ৫ ) অপরের অপরাধ ক্ষমা করা , ৬ ) কায় - মনো - বাক্যে সরল থাকা , ৭ ) বেদ - শাস্ত্রাদিতে জ্ঞান সম্পাদন করা , ৮ ) যজ্ঞবিধি অনুভব করা , ৯ ) পরমাত্মা , বেদ ইত্যাদিতে বিশ্বাস রাখা — এই সবই হর ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম বা লক্ষণ। ১০((ব্রহ্মণের সংসার থাকবেনা, খিদে থাকবেনা )) কর্মের পর যে যা দিবে তাতেই তার সন্তুষ্ট থাকতে হবে । তা হলেই সে ব্রাহ্মণ হতে পারবে।। ক্ষত্রিয় কে — যে দৃঢ়ভাবে আচার পালনকারী , সৎ কর্ম দ্বারা শুদ্ধধ , রাজনৈতিক জ্ঞান সম্পন্ন , অহিংস , ঈশ্বর সাধক , সত্যের ধারক ন্যায়পরায়ণ , বিদ্বেষমুক্ত ধর্মযোদ্ধা , অসৎ এর বিনাশকারী সে ক্ষত্রিয়। ( ঋগ্বেদ ...
Comments
Post a Comment