শ্রী শ্রী শ্যামা পুজার ফর্দ্দ তালিকা
শ্রী শ্রী শ্যামা পুজার ফর্দ্দ তালিকা
সিন্দুর বেলপাতা---1 খfন
জলঘট-----------1 টি
ধুনচি ---------2টি (5 টি )
মেটে সড়া------ 2 টি
প্রদীপ ও গাছা—2 প্রস্থ
কুন্ড হাড়ি------ 1 টি
রচনার হাড়ি---1 টি
মেটেমুছি-----120 টি
কুলা-------1 টি
বরণ ডালা, চালন—1 টি
ডালা---------1টি
কঞ্চি বা কান্ড------4 টি(22. 5
)
তালপাতা-----5” ইঞ্চি--- 8 টি
চন্দ্র মালা---- 1 টি
ধুনো, আগরবাতি, কর্পূর, ঘৃত, মধু পরিমান মত ।
বস্ত্র বা কাপড়
মহাদেবের ধুতি কাপড়—1 টি
শ্যামা মায়ের শাড়ি কাপড়—1টি
গামছা------ 3 টি
লালচি(বড়)----- 1 টি
প্রসাধনী সামগ্রী
সিন্দুর 1 কৌটা, আলতা, আয়না, চিরুনী, শাঁখা 2 জোড়া, লাল ফিতা, সেন্ট
সুগন্ধী তেল, সাবান, স্নো, পাওডার, দপণ,
তুলা বা প্রদীপের শৈলতা, কাঠের মালা, লাল তাগা, লাল সুতার কাঠিম, পৈতা, রূপার পীঠ ও অঙ্গুরী, মদ, গাঁজা, কল্কে, গংগা জল।
পঞ্চগোব্য
০১ গোমূত্র
০২ গোময়
০৩ দুগ্ধ
০৪ ঘৃত
০৫ দধি
পঞ্চশস্য
০১ ধান্য - ১ কেজী ৫০০গ্রাম
০২ মামকলাই - ২৫ গ্রাম
০৩ তিল - ২৫ গ্রাম
০৪ শ্বেত শস্য - ২৫ গ্রাম
০৫ যব - ২৫ গ্রাম
পঞ্চবর্ণ
০১ আবির - রক্তবর্ণ
০২ ময়দা - শ্বেতবর্ণ
০৩ হলুদ - হলুদবর্ণ
০৪ তুষপোড়া - কৃষ্ণবর্ণ
০৫ শুকনা বেলপাতা গুড়া সবুজবর্ণ
ফলাদি
পাকাকলা - ৩ ফানা
সশিষ ডাব - ১টি, অতিরিক্ত ২টা
নাড়িকেল - ১টি
বেদানা/ডালিম - ১টি
আখ - ১খন্ড
চালকুমড়া - ১টি
আপেল - ১টি
ভোগের অতিরিক্ত ফল
পান - ২৫টি
শুপাড়ি - ২৫টি
হরিত্বকি - ৩টি
কাঁচাদুধ, দই, মিষ্টি,চিনি, বাতসা, মিশ্রি, সিঙ্গে, ইত্যাদি
জবাফুল, সাদাফুল, অন্যান্য ফুল, তুলসি, দুর্বা, বেলপাতা, খই, নাড়ু, দুধের সাচ, লুচি, সুজি দেওয়া যেতে পারে।
কলার আসনপাতা, - ২পিচ
আতপ চাউল - ২কেজী ৫০০গ্রাম
সিদ্ধচাউল (ভূর্জি ও পুর্ণ পাত্রের) - ৩কেজী
নিরামিষ তরকারীঃ
গোলআলু, বেগুন, মিষ্টি কুমড়া, ফুলকপি,
লাউ, বরবটি, পটল, ইত্যাদি
তেল, লবন, হলুদ, ডাল, ঝাল, মসলা ।
অন্যন্য সামগ্রীঃ
অন্নদানের থালা - ১টি
মধুপর্কের বাটি - ১টি
পানার্থজলের গ্লাস - ১টি
পুস্পআসন - ১টি
হাত পাখা - ১টি
হোম যোজ্ঞের দ্রব্যঃ
শুকনা বালি, শুকনা বেলকাঠ, ঘৃত ২৫০গ্রাম,
যজ্ঞডুমুরের ডগা ২৮টি, নিখুত বেলপাতা ২৮টি
ইট ৮ খানা, পাটকাঠি ১ মুট,
দাদা, আপনার ফর্দ্দমালায় অনেক দ্রব্যই বাকী আছে, এবং কিছু ভূলও আছে, দয়া করে তা ঠিককরার চেষ্টা করবেন।
ReplyDeleteদয়াকরে বলবেন কি ভুল আছে?
ReplyDeleteপ্রসাধনী সামগ্রীকের মধ্যে,শর্য্যার পাটি,চাদঁর,মশারী,পাদূকা, গোলাপজল,অগুরু, পৈতা২টা, কজ্জল। এবার বস্ত্রের মধ্যে পুরোহিত বরণ,গুরুবরণ, চক্ষুদানের বস্ত্র গামছা হলেও চলবে। স্নানের কিছু দ্রব্যাদি সীমিত,
ReplyDeleteহোমের পূর্ণাহুতির জন্য নারিকেল বা সব্রীকলা বা হরতকী। তারপর আরতীর দ্রব্যাদি,যেমন পঞ্চপ্রদীপ,ধূপ,জলশশংঙ্খ,রুমাল,পুষ্প, চামর,ময়ূরপাখা,ইত্যাদি। আরও রয়েছে দাদা, তবে বাকীগুলো প্রয়োজনবোধ হয় না।
দাদা পঞ্চশস্যতে, ১নং টা হবে, ধান্য বা ধান, আপনার লেখাগুলো মনদিয়ে পড়েছি খুব ভালো লাগলো, পরবর্তীতে শ্রাদ্ধের দ্রব্যগুলো নিয়ে একটু লেখেন।
ReplyDeleteশুধরে দেবার জন্য ধন্যবাদ
ReplyDeleteশ্রাদ্ধের দ্রব্যগুলো অবশ্যই পোষ্ট করবো
ReplyDeleteবরণ কুলা ও চাইলনে কি কি দেওয়া লাগবে????
ReplyDeleteপাদুকা,মশারি,চাদর,পাটি এগুলো কেন নেওয়া হয়? আমার মনে হয় এসব কারনে ব্রাহ্মণ মহাশয় দিন দিন সবার কাছে অপ্রিয় হচ্ছে।
ReplyDelete