Posts

Showing posts from June, 2017

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

Image
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাম্বলীদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

BOSS 2 (বস 2) আসিতেছে

Image
আসিতেছে BOSS 2 (বস 2) দেখতে হলে সাথে খাকুন, ক্লিককরুন এখানে DOWNLOAD -1 আসিফ এবং অভিজিতের এলবাম DOWNLOAD-2 সনুনিগম এর এলবাম DOWNLOAD-3 ইমরানের উপহার DOWNLOAD-4

পাসপোর্ট-ভিসা ছাড়াই বৈধপথে যাওয়া যাবে ভারতে

Image
পাসপোর্ট-ভিসা না থাকলেও যাওয়া যাবে ভারতে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ-ভারত কর্তৃপক্ষ। মানবিক কারণে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মিয়ানমারের সঙ্গে চালু থাকা ‘শর্ট ট্রাভেল পারমিট’ নামে এ পদ্ধতি খুব শিগগিরই ভারতের সঙ্গেও চালু হবে বলে আশাবাদী বিজিবি। এখানে ক্লিক করুন 

১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন ।

Image
আগামী ১০ই জুলাই থেকে ১৭ই জুন পর্যন্ত আকাশে উঠবে না সূর্য। গোটা দুনিয়া থাকবে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। এমনটাই নিশ্চিত করেছে নাসা ! সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সাইন্টিস্ট প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নাসা থেকে এই ঘোষণাটি দেয়া হয়েছে। নাসার এখবরটি বিবিসি, রয়টার্স ও সিএনএন নিউজে প্রকাশিত হবার সাথে সাথেই তোলপাড় শুরু হয়ে যায় সারাবিশ্বে। ১০ লক্ষ বছরের মধ্যে এই প্রথমবার এমন বিরল ঘটনা ঘটছে বলে জানিয়েছে নাসা। ২০১৭ সালের ১০ই জুলাই থেকে ১৭ই জুলাই পর্যন্ত টানা ৮দিনের জন্য পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে ঢেকে থাকবে। তারমানে, ১০ই জুলাই থেকে সূর্য উঠবেনা টানা আটদিন ! এব্যাপারে নাসার একটি বিশেষ গবেষণা শেষে হোয়াইট হাউজে প্রেস রিলিজ পাঠিয়ে আরো উল্লেখ করে বলা হয়, ১০ই জুলাই থেকে সেই অন্ধকারে নিমজ্জিত আটটা দিনে কেমন হবে দুনিয়ার হাল ! প্রেস রিলিজে বলা হয়েছে, প্রথম দুই তিন রাতের পর অন্ধকার মানুষের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে। তারপর শুরু হবে নানারকম ব্যাধির প্রকোপ। সারাবিশ্বে একনাগাড়ে বিদ্যুতের সঙ্কট দেখা দিবে। বিভিন্ন ধরনের লাইট বিক্রি বেড়ে যাবে। চতুর্থ দিন থেকে পঞ্চম দিনের মধ্যে ...

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন এসআই

যশোরে এক কলেজশিক্ষককে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে ধরা খেয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম আকতার। এ অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ শাস্তি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম কর্মস্থল থেকে নিজ বাড়ি যশোর সদর উপজেলার মুরাদগড় গ্রামে ফিরছিলেন। যশোর-ঝিনাইদহ সড়কের কাজী শাহেদ সেন্টারের সামনে পৌঁছালে পুলিশ তাঁর গতি রোধ করে। এ সময় পুলিশের কথিত তথ্যদাতা (সোর্স) ওই শিক্ষকের পকেটে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর এসআই শামীম আকতার ওই শিক্ষককে আটকের চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে ওই শিক্ষককে ছেড়ে দেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই শামীমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ...

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের সহজ উপায়

Image
শ্রীমদ্ভগবদ্গীতা সহজে পাঠ করতে চান তাহলে নিচের পিডিএফ ও এমপিথ্রি ডাউনলোড করুন, প্রথমে পিডিএফ ওপেন করুন এবার এমপিথ্রি ওপেন করুন, আপনি স্কিনে দেখবেন কানে শুনবেন দেখবেন সুন্দর ভাবে আপনি  শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করতে পারছেন, পরবর্তি আপডেটের জন্য সঙ্গে থাকুন । হরেকৃষ্ণ................ GITA-CHAPTER-1               Download PDF           Download MP3

আজ লার্নিং এন্ড আর্নিং ক্লাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা

Image
আজ লার্নিং এন্ড আর্নিং ক্লাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হল, অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন জেলাপ্রশাসক জনাব হুমায়ূন কবীর, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ হাসান টোকন (সভাপতি যশোর প্রেসক্লাব) লার্নিং এন্ড আর্নিং এর কর্মকর্তা ও ছাত্রছাত্রী বৃন্দ । এখানে আমি ও আমার সহপাঠী

ইন্ডিয়ান ভিসা আবেদনকারীদের জন্য জ্ঞাতব্য

Image
১. ইন্ডিয়ান ভিসা আবেদন কারীরা জাল ডলার এনডোর্সমেন্ট ও ব্যাংক স্টেটমেন্টসহ ভূয়া কাগজপত্র সংবলিত ভিসা আবেদনপত্রজমা দিচ্ছেন এমন একাধিক নজির ভারতীয় হাই কমিশনের গোচরে এসেছে।  ২. ভিসা আবেদনপত্রে তারা যে তথ্য দেবেন তার জন্য আবেদনকারীরা দায়ী। তাদের সম্পূর্ণ ও নির্ভুল তথ্য দান নিশ্চিতকরতে হবে। অসত্য তথ্য বা ভূয়া কাগজপত্র জমা দিলে আবেদন তৎক্ষনাৎ প্রত্যাখ্যাত হবে।

প্রাতঃকৃত্যের উপযোগিতা

Image
প্রভাতে উঠিয়া দেবতার নাম স্মরণে মন ও দেহ দেবভাবাপন্ন হয়, অতএব দেবভাবাপন্ন মন , এই দেহে কখনও পশুর মত বা হীন ব্যক্তির মত কার্য্য করিতে অগ্রসর হইবে না। ভগবান্কে একান্ত-চিত্তে আত্নসমর্পণ করিয়া যদি কোন রকম পাপকার্য্যেরও অনুষ্ঠান কর তথাপি তাহাতে তুমি লিপ্ত হইবেনা । তবে কিনা “গরু মারিলাম গোবিন্দের ইচ্ছায়, আর টাকা পেলাম নিজের ইচ্ছায়” হইল চলিবে না ।         একান্তমনে ভক্ত প্রহলাদ পিতৃ প্রদত্ত বিষ, ভগবানএক নিবেদন করিয়া নিজের খাওয়াটা ভগবানের খাওয়া মনে করাতেই মরে নাই । পিতৃপ্রদত্তবিষও ভগবানের দান মনে করিয়াছিল । এই জন্য ভক্ত তাহা উপেক্ষা করে নাই । এই রকম জগতে যতই সুখ দুঃখ আপদ বিপদ থাকুক না কেন, সমস্থই ভগবানে সমর্পণ করিতে পারিলে কখনও পাপে লিপ্ত হইতে হয় না এবং সুখী হইয়াদীর্ঘ জীবন লাভ করা যায় । তৎপর শিরঃস্থিত সহস্রদলপদ্মে গুরুকে ধ্যান করিবে প্রাতঃ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজংগুরুম । প্রসন্নবদনং শান্তং স্নরেত্তন্নামপূর্ব্বকম্ ।। দীক্ষাগুরু স্ত্রীলোক হইলে স্ত্রী-গুরুর ধ্যান করিবে ।  গুরুনমস্কার যথা- (ওঁ) অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্। ওঁ ...

KARTIK CHANDRO CHAKRABORTTY

Image

যখন দূর্নীতির কারন-পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা

Image
নিজে নিজের পাসপোর্ট ফরম পুরণ করুন এখানে ক্লিক করুর বাংলাদেশ যখন অনলাইনের মাধ্যমে ডিজিটাল কায়দায় এগিয়ে যাচ্ছে ঠিক তখন সরকারী কিছু অসাধু কর্মচারী ঘুষখোররা ইহাতে বাধাসৃষ্টি করছে, যেমনঃ- পাসপোর্ট এর ফরম অনলাইনে সুন্দর ভাবে পুরন করেদিলেও অফিসে জমা নিতে অনাগ্রহ প্রকাশকরে, ফর্মে যখন কোন ভুল নাপাই তখন বিভিন্ন ভাবে হয়রানি করে, কিন্তু কেন ? সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প চালুকরে, যেখানে আমি -০১/০২/২০১৭ তে কোর্স শুরু করি শেষ হয় ০৩/০৪/২০১৭, আমি একজন শারীরিক প্রতিবন্ধি যার নাম্বারঃ-১৯৭৮৪১২৪৭০১০১৩৬৫৯-০২-যশোর সদর, এখানের কোর্স শেষ করে Online  Data Entry রিলেটেড কাজকরে সংসার চালায়, এই জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই,সেই সাথে ধিক্কার জানাই তাদের যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষকে বাধাগ্রস্থ করছে, লেখাটি পড়ার জন্য সকোলকে ধন্যবাদ ।।

নিত্যকর্মকি?

Image
নিত্যকর্মকি? স্নান, সন্ধ্যা, তর্পন, পূজা ও আচার প্রভৃতি। বার, তিথি, মাস ও রোগাদি নিমিত্ত যে কাজ করা হয়, তাহাকে নৈমিত্তিক কর্ম্মকহে, যথাঃ-শ্রাদ্ধ, শান্তি, ওস্বস্তায়ন। প্রাতঃকৃত্যঃ -দিনবারাত্রিরপরিমানকে ৮ ভাগকরিলেতাহারএকভাগকেযামার্দ্ধকহে , রাত্রিরশেষ যামার্দ্ধের (অন্তত ১।। দেড়ঘন্টাকালের) প্রথম একভাগকে ব্রাহ্মমুহূর্ত্ত বলে, দ্বিতীয়ভাগকে রৌদ্রমুহূর্ত্ত বলে।কিস্ত্রীলোককিপুরুষপ্রত্যেকেএইব্রাহ্মমুহূর্ত্তেশয্যাত্যাগকরতঃপূর্ব্ববাউত্তরমুখেবসিয়াএকাগ্রচিত্তে নিম্ন লিখিতমন্ত্র পাঠকরতঃ অর্থ চিন্তাকরিবেন ।