নিত্য-নৈমিত্তিক কর্ম্ম
নিত্য-নৈমিত্তিক কর্ম্ম

যে কর্ম্ম না করিলে পাপ হয়, তাহাকে নিত্য কর্ম্ম বলে ।
যাঁহারা বলে “কৃতে ফলং নাস্তি অকৃতে প্রত্যবায় এব”
অর্থাৎ করিলে কোন ফল নাই, কিন্তু না করিলে পাপ হয়,
সেখানে বলিতে হইবে, নিত্য কর্ম্ম না করিলে সেই পাপ হইবে,
করিলে আর সেই পাপ হইবেনা, ইহাই নেত্যকর্ম্মের ফল ।।
Comments
Post a Comment