Posts

Showing posts from October, 2017

শ্রী শ্রী শ্যামা পুজার ফর্দ্দ তালিকা

Image
                                   শ্রী শ্রী শ্যামা পুজার ফর্দ্দ তালিকা                 সিন্দুর বেলপাতা --- 1 খ f ন                 জলঘট ----------- 1 টি                 ধুনচি --------- 2 টি ( 5 টি )                 মেটে সড়া ------ 2 টি                 প্রদীপ ও গাছা — 2 প্রস্থ                 কুন্ড হাড়ি ------ 1 টি                 রচনার হাড়ি --- 1 টি ...

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের অনলাইন পেমেন্ট

Image
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের অনলাইন পেমেন্ট সহজিকরণ বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর ও আবেদনকারী-বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে, ভারতীয় হাই কমিশনের পক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহ (আইভিএসি সমূহ) ৪ অক্টোবর ২০১৭ থেকে ‘ক্যাশলেস’ ভিসা আবেদন ব্যবস্থা প্রবর্তন করছে। এর মানে হচ্ছে, কোন আবেদকারী অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে তার ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে সক্ষম হবেন। আবেদনকারীরা আবেদনপত্রটি পূরণ করে আইভিএসিতে আবেদনপত্র জমাদানের আগে অনলাইনে তার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। মনে রাখবেন, আনলাইন পেমেন্ট সুবিধা শুধু বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র বিদ্যমান পেমেন্ট মোড পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ২. ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ফি-র জন্য অনলাইন পেমেন্ট (রাতদিন ২৪ ঘন্টা) নিম্মোক্ত উপায়ে করা যাবে- আইভিএসি ওয়েবসাইট www.ivacbd.com ভিজিট করুন, ‘অনলাইন ভিসা এ্যাপলিকেশন’ লিংকে ক্লিক করুন এবং ভিসা আবেদনপত্র পূরণ করুন; তারপর পেমেন্...

মরণ গেম ব্লু হোয়েলকে হারিয়ে দিল দশম শ্রেণির ছাত্র, ৪৯তম ধাপে পৌঁছে তারপর যা করলো ছেলেটি ..!

Image
ব্লু হোয়েলকে হারিয়ে দিল দশম শ্রেণির ছাত্র । সংস্কৃত পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষিকা। একটা খাতায় এসে আটকে গেল চোখ। দশম শ্রেণির ছাত্র লিখছে, ”দু’মাস ধরে নীল তিমি খেলছি। একেবারে ফেঁসে গিয়েছি। এখন চূড়ান্ত পর্যায়ে আছি। ওরা আমাকে আত্মহত্যা করতে বলেছে। না হলে বাবা-মাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।” শিক্ষিকা দ্রুত যোগাযোগ করেন ছাত্রের বাবা-মা, স্কুল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সঙ্গে। আর তাতেই এ যাত্রায় প্রাণে বেঁচেছে মধ্যপ্রদেশের রায়গড় জেলার ওই স্কুল-পড়ুয়া। ‘ব্লু হোয়েল’-এর ৪৯তম ধাপে পৌঁছে গিয়েছিল সে। তার পরেই ছিল শেষ চ্যালেঞ্জ, আত্মহত্যা। খিলচিপুরের উত্‍কর্ষ স্কুলের শিক্ষিকা হেমলতা শ্রিঙ্গি জানালেন, পরীক্ষার খাতায় লেখাটি পড়ে শিউরে উঠেছিলেন। তিনি খবর দিলে তড়িঘড়ি কাউন্সেলিং শুরু হয় তার। ওই ছাত্রের পরিবার জানিয়েছে, শেষের আগের ধাপে হাত কেটে সেই ছবি আপলোডও করে ফেলেছিল সে। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আটকে যায়। মহকুমা ম্যাজিস্ট্রেট প্রবীণ প্রজাপতি জানিয়েছেন, কয়েক জন শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি দল তৈরি করে ওই কিশোরের কাউন্সেলিং করা হয়েছে। তবে এখনও আতঙ্ক কাটেনি তার। আর ওই মার...

Indian visa new system

Image
ভারতীয় ভিসার নতুন পদ্ধতি সাধারণ জনগণকে দালাল ও প্রতারকদের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখবে। ভিসা এবং নথির প্রকার ভিসার জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট/ দলিলাদি অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, নিন্মবলিখিত ডকুমেন্ট/ দলিলাদি সহকারে আপনার আবেদনপত্র জমা দিতে হবে: ১) মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগ থেকে সর্বুনি¤ড়ব ৬ মাস মেয়াদী হতে হবে। পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (প্রম চার পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে। ক্স একটি সদ্য তোলা (৩ মাসের বেশী পুরোনো নয়) পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমন্ডল দেখা যায়। ২) আবাসস্থলের প্রমাণ: জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি। ৩)  পেশার প্রমাণ: চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে। ৪) আর্থিক সচ্ছলতার প্রমাণ: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট ...

Sri Sri Mangal Chandi Puja Padhadi

Image